খালেদার ঐক্যের ডাকে বিপাকে সরকার

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

147039_1

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে ক্ষমতাসীনরা বিপাকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হান্নান শাহ।

‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’- শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘ভয়েজ অব ডেমোক্রেসি (ভিওডি)।

আলোচনায় হান্নান শাহ বলেন, ‘সরকার যদি নিজেরা জঙ্গিবাদের উত্থান রোধ করতে ব্যর্থ হয়, তাহলে ঐক্যবদ্ধ জাতি হয়তো আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব অর্থাৎ বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জঙ্গিবাদ নির্মূল করবে।
সম্প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের একাধিক নেতা জাতীয় ঐক্যের আহ্বান জানান। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা এ আহ্বানে সাড়া দেননি। দলটির অনেকেই বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরাদর্শ দেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G