খালেদার কার্যালয়ে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কার্যালয় সহ আশাপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের ৮৬ নম্বর রোডের দু’পাশে দুই শতাধিক অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সশস্ত্র অবস্থায় সড়কের উত্তর ও দক্ষিণ প্রবেশ মুখে সতর্ক অবস্থান নিয়েছে। এছাড়া কার্যালয় ঘিরে রয়েছে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য।
ইতোমধ্যে গুলশান-২ নম্বর গোলচত্বরে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বেলা সাড়ে ১০টার দিকে সেখান থেকে দু-তিনটি ছোট মিছিল এসে ৯০ নম্বর সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সেখানেই আটকে দিয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে ৩ জানুয়ারি রাত থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এখান থেকেই তিনি ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন, যেটি এখনও চলছে। এর সঙ্গে আগে ফাঁকে ফাঁকে হরতাল দেয়া হলেও গত দুই সপ্তাহে পাঁচ দিন করে এবং চলতি সপ্তাহে রবিবার থেকে ৭২ ঘণ্টার হরতাল চলছে।
প্রতিক্ষণ /এডি/কামরুল