খালেদার কার্যালয়ে মোবাইলসহ যুবক আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

BNP-Gulshanবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বেশ কয়েকটি সিটিসেল মোবাইলসহ মাজহারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। মাজহারুল একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন।

সুত্র জানায় কার্যালয়ের মূল ফটকের সামনে চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক কর্মকর্তাকে সিটিসেলের ফোনটি দেন মাজহারুল। তখন গোয়েন্দা পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নেয়। সেই সঙ্গে ডিবি পুলিশ সেই ফোন সেটটি সিএসএফ কর্মকর্তার কাছ থেকে নিয়ে নেয়।

ডিবি সূত্রে জানা যায়, কার্যালয়ের আশেপাশে কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক না থাকলেও সিটিসেলের নেটওয়ার্ক পাওয়া যায়।

এদিকে সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ তৎপর রয়েছে। কার্যালয়ে ফটকের সামনে নেতাকর্মী তো দূরের কথা গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত তিন দিন ধরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ডিশ, মোবাইল নেটওয়ার্কসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে কার্যালয়ের আশেপাশে সিটিসেলের নেটওয়ার্ক পাওয়া যায়।

প্রতিক্ষণ /এডি/হাসিব

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G