খালেদার কার্যালয় তল্লাশির আদেশ গুলশান থানায়
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালাতে আদালতের আদেশের কপি গুলশান থানায় পৌছেছে।
রবিবার সন্ধ্যার আগেই এ আদেশ থানায় পৌঁছায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবীর।
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা গতকাল সন্ধ্যার আগেই আদালতের তল্লাশির নির্দেশের কপি পেয়েছি।
তবে কখন কীভাবে তল্লাশি হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নৌমন্ত্রী শাজাহান খানের সমাবেশে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে গুলশান থানায় দায়ের করা ২৫ (২) ১৫ নম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) জারি করেন।
বিস্ফোরক আইনে করা এই মামলায় পুলিশ তল্লাশি চালাতে পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেছিল। আবেদনে বলা হয়, ওই কার্যালয়ে বিস্ফোরক থাকতে পারে এবং পলাতক আসামিরা সেখানে থাকতে পারেন।
এই মামলায় প্রধান ও হুকুমের আসামি খালেদা জিয়া ছাড়া অন্য ১৩ জন আসামি হচ্ছেন: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, হুমায়ুন কবির, এমএ কাইয়ুম, দেওয়ান সালাউদ্দিন, মোস্তফা, মামুন ও মানিক।
গত ৩ জানুয়ারি রাত থেকে ৮৬ নম্বর রোডের গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রতিক্ষণ /এডি/রাহাত