খালেদার বক্তব্য আসছে

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda 3১৬ দিন ধরে কার্যালয়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। কিছু সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য আসছে।

৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করে ফের বাধার মুখে পড়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন তিনি।

সোমবার ভোররাতে ওই কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। দৃশ্যত এর মধ্য দিয়ে তার বের হওয়ার পথ উন্মুক্ত হল।

সোমবার বিকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির ছয়জন সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমানকে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, ‘সন্ধ্যা নাগাদ একটা বক্তব্য প্রদান করা হবে।’

কে সেই বক্তব্য দেবেন, সে বিষয়ে কিছু বলতে চাননি প্রেসসচিব। তবে একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর খালেদা জিয়া নিজেই সাংবাদিকদের সামনে আসবেন।

মারুফ কামাল জানান, খালেদা জিয়া এখনও ওই কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারেই রয়েছেন।

পুলিশ সরিয়ে নেওয়ার পর দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি।

এদিকে পুলিশি বেষ্টনি চলে গেলেও কার্যালয়ের ফটকের বাইরে কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। ভেতরে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আছেন।

গুলশান ২ নম্বরে ৮৬ নম্বর ওই সড়কে এখন যান চলাচল উন্মুক্ত। গত ১৫ দিন সড়কটি আটকে রেখেছিল পুলিশ।

প্রতিক্ষণ/এডি/হানিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G