খালেদার বাসভবন ঘেরাওয়ে পুলিশের বাধা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaমুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ নামে একটি সংগঠনের কর্মীরা।

শনিবার বেলা সোয়া ১১টায় বনানী মাঠ সংলগ্ন রাস্তা থেকে খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এ সময়  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা রাস্তার উপর বসে পড়েন। ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ রয়েছে। তারা তারকাঁটার ব্যারিকেড দিয়ে জলকামান নিয়ে ঐ রাস্তার মুখে অবস্থান নিয়েছেন।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর কর্মীরা বলছেন, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য দিলে তাদেরকে সাজা দিতে হবে। খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহারের আহ্বানের পাশাপাশি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের আইনের আওতায় এনে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করছি আমরা।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আছেন- সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আরাফাত এ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান নুজহাত এ চৌধুরী, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন মোশাররফ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ব্যারিস্টার শেখ নাঈম প্রমুখ।

এর আগেও খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি করতে দেয়নি পুলিশ। গুলশান-২ নম্বর গোলচত্ত্বর এলাকাতেই একাধিকবার বিক্ষোভকারীদের আটকে দিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G