খালেদার বাসার পুলিশ প্রত্যাহার

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda houseবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

রবিবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার ভাড়া করা বাসা ফিরোজার (বাড়ি-০১, সড়ক-৭৯, গুলশান-২) সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এতদিন ফিরোজার সামনে একজন এএসআইয়ের নেতৃত্বে ৬ জন কনস্টেবল দায়িত্ব পালন করতেন।

কর্তব্যরত এএসআই জহিরুল হক বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা কোর রক্ষার দায়িত্বে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। চার বছর যাবত এখানে ৭ জন দায়িত্ব পালন করছেন।

আমি তিন মাস যাবত এখানে আছি। আজ (রবিবার) রাত ৮টার দিকে আমাদের সবাইকে রাজারবাগ পুলিশ লাইনে চলে যাওয়ার নির্দেশনা আসে। উপরের নির্দেশে তাই আমরা চলে যাচ্ছি।’

নতুন কেউ দায়িত্ব পালন করতে আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।’

রাজধানীর গুলশান এভিনিউয়ে ৭৯ নম্বর রোডের ১ নম্বর ডুপ্লেক্স বাড়ি। নামফলকে কালো কালিতে ইংরেজিতে লেখা রয়েছে ‘ফিরোজা’। এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন। সেনানিবাসের বাসা ছেড়ে আসার পর এই ভাড়াবাড়িতেই ওঠেন সাবেক প্রধানমন্ত্রী।

তবে ৩ জানুয়ারি থেকে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতেও তিনি বাসায় যাননি।

প্রতিক্ষণ /এডি/এনাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G