খালেদার মুক্তির দাবিতে মাগুরায় বিএনপি’র মশাল মিছিল, ছাত্রলীগের হামলা
বিশেষ প্রতিনিধি:
আজ বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরা জেলা ছাত্রদল এবং জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি মাগুরা এজি একাডেমি মাঠ প্রাঙ্গণ থেকে ভায়না মোড় হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বাড়িতে ফিরে যাওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করে ছাত্রদলের কর্মীরা। এতে ছাত্রদলের অংকুর, শফিকুল ও তুষার মারাত্মকভাবে আহত হয় বলেও দাবি করেন তারা।
ছাত্রলীগের এই হামলা সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু বলেন “ছাত্রলীগের এই হামলা কাপুরুষোচিত, এটা তারই বহিঃপ্রকাশ, হামলা মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, আমরা আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবো”।
উক্ত মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মো. হাসানুর রহমান হাসু প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া র মুক্তির দাবি করেন ।
প্রতি / এডি/রন