খালেদার সঙ্গে ডেনমার্কের মন্ত্রীর সাক্ষাত

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৯:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kkhবিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রী মগেন্স জেনসেন।

বৃহস্পতিবার রাতে পৌনে ৮টার দিকে রাষ্ট্রদূতে পতাকাবাহী গাড়িতে করে ডেনমার্কের মন্ত্রী গুলশান কার্যালয়ে প্রবেশ করে।

এসময় তাকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস।

দীর্ঘ ৪০ মিনিট স্থায়ী এই সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা, রানা প্লাজার দুর্ঘটনা ও পোশাক শিল্পসহ বাংলাদেশে উন্নয়নের ডেনমার্কের সহায়তার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পর মন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কোনো কিছু বলা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম ও ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এসকায়ারসহ মন্ত্রীর সফরসঙ্গিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার তিনদিনের সফরে ডেনমার্কের মন্ত্রী ঢাকায় আসেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গেও সাক্ষাত করেছেন ডেনমার্কের মন্ত্রী। তিন দিনের সফর শেষে শুক্রবার ডেনমার্কের মন্ত্রী তার সফরসঙ্গিদের নিয়ে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G