খালেদার ৪ মামলার পরবর্তী শুনানি বুধবার

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

imagesবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলায় হাইকোর্টে করা চার মামলার রুলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

রোববার বিকেলে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে খালেদার পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শুনানি করেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।

এর আগে দুপুরে খালেদার পক্ষে তার আইনজীবীরা রুলের শুনানি শুরু করার জন্য সময় আবেদন করেন। আদালত তাদের আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরুর নির্দেশ দেন।

মামলা চারটি হল, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার বিরুদ্ধে একটি রিট, গ্যাটকো দুর্নীতি মামলার বিরুদ্ধে একটি রিট ও একটি ফৌজদারি মামলা এবং নাইকো দুর্নীতির মামলার বিরুদ্ধে একটি রিট। এই রিটগুলো খালেদা জিয়া হাইকোর্টে দায়ের করেছিলেন।

গত ৮ এপ্রিল এই মামলা চারটির শুনানির জন্য হাইকোর্টের নতুন এই বেঞ্চ নির্ধারণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G