খালেদাকে হুকুমের আসামি করে মামলা

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

খালেদা-জিয়ারাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুমুকের আসামি করে মামলা করেছেন যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান শনিবার বিকালে এই মামলা করেন। মামলায় পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসাবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘হুকুমের আসামি’ করার পক্ষে মত দেওয়ার দুই দিনের মাথায় এ মামলা হল।

ছেলে হারানোর শোকে যখন মুহ্যমান খালেদা জিয়া, ঠিক তখনি নাশকতার মতো ঘটনার মামলায় আসামি করা হলো তাকে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৭ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এসআই নুরুজ্জামান বলেন, খালেদা জিয়াকে মামলায় হুকুমের আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছ বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/ কামরুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G