খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
জেলা প্রতিবেদক
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে বরিশালে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ ছাত্র সংসদের আদলে গঠিত ‘অস্থায়ী ছাত্র কর্মপরিষদের’ মেয়াদোত্তীর্ণ ভিপি মঈন তুষার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদলতের বিচারক এইচএম কবির হোসেন মামলাটি গ্রহণ করে দুপুরে শুনানি শেষে আদেশের জন্য রেখে দিয়েছেন।
মামলায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি, কোতয়ালী থানা বিএনপির সভাপতি ছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৬ নম্বর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরকে ৭ নম্বর বিবাদি করা হয়েছে।
মামলার বাদি পক্ষের আইনজীবী আজাদ রহমান আরজির বরাত দিয়ে জানান, তারা বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। কিন্তু তিনি ভুয়া তারিখ দিয়ে কথিত জন্মদিন পালন করে জাতিকে ব্যাথিত এবং বিভ্রান্ত করছেন। তাই ভুয়া জন্মদিন পালন না করার জন্য বাদি আদালতে নিষেধাজ্ঞা চেয়েছেন।
তবে মামলা দায়েরের সময় আদালতে উপস্থিত ছিলেন না বাদি মঈন তুষার। এ প্রসঙ্গে আইনজীবী আজাদ রহমান জানান, মামলা দায়েরের জন্য বাদি আইনজীবী নিয়োগ করেছেন। তবে বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন ।
প্রতিক্ষণ/আডি/তাফসির