খালেদা হলেন নব্য ঘষেটি বেগম
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
খালেদা জিয়াকে নব্য ঘষেটি বেগম বলে আখ্যায়িত করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে হরতাল-অবরোধ বিরোধী আলোচনা সভায় তিনি বলেন, ‘নবাব সিরাজউদ্দৌলাকে ধ্বংস করার জন্য ঘষেটি বেগম যেমন ষড়যন্ত্র করেছিলেন, একই কায়দায় আজ বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া।’
বিএনপির আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়ার আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়।
এটি গরিব মানুষের বিরুদ্ধে আন্দোলন, গরিব মানুষকে ধবংস করার আন্দোলন।’
নৌমন্ত্রী শাজাহান খান আরো বলেন, ‘খালেদা জিয়া নব্য ঘষেটি বেগম। সিরাজউদ্দৌলাকে হত্যা করতে ঘষেটি বেগম মীর জাফরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আজ খালেদা জিয়া বাংলাদেশকে ধ্বংস করার জন্য পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন।’
মন্ত্রী বিরোধীপক্ষকে হুঁশিয়ার করে বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো সন্ত্রাসী কখনো বিজয় অর্জন করতে পারেনি, খালেদা জিয়াও বিজয়ী হতে পারবেন না।’
মুক্তিযোদ্ধা যুব কমান্ড নামক সংগঠন আয়োজিত আলোচনা সভায় ৮ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাউছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি নজররুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/ই রা