খুঁজে পাওয়া যাচ্ছে না রাশিয়ান বিমান

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৬ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

6aa2904dc71a31b8fdbfcfa44191f605৯১ জন আরোহী নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান উধাও হয়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহর সোচি থেকে উড্ডয়নের পর এটি রাডারে আর পাওয়া যায়নি।

রাশিয়ার সরকারের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম রিয়া নভোস্তিকে জানান, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, সামরিক বাহিনীর লোকজন, সশস্ত্র বাহিনীর সঙ্গীতশিল্পীরা ছিলেন।

রোববার এ বিষয়ে সরকারের একটি সূত্র জানায়, ‘প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যমতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তু-১৫৪ বিমানটি সোচি থেকে উড্ডয়নের পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।’

জানা গেছে, নিখোঁজ বিমানটি সিরিয়ার লাটাকিয়ার দিকে যাচ্ছিল। উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করেছিল। ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G