খুঁজে বের করুন লাকি সংখ্যা
প্রতিটা মানুষই জানতে চায় তার প্রিয় সংখ্যা কোনটি কিংবা তার লাকি সংখ্যা কোনটি। আর আজ তাই প্রতিক্ষণের পাঠকদের জন্য থাকছে এমন দুটি পদ্ধতি যা দিয়ে সহজেই একজন মানুষ তার প্রিয় সংখ্যা খঁজে বের করতে পারেন।
এই পদ্ধতিতে আপনি আপনার জন্ম তারিখের সংখ্যাগুলো যোগ করে বের করতে পারেন। উদাহরণ হিসেবে দেয়া হল একটিঃ
ধরুন আপনার জন্ম তারিখ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। তাহলে আপনি এভাবে বেড় করবেন আপনার লাকি নাম্বার।
১+৬+১+২+১+৯+৭+১= ২৮
২+৮= ১০
আপনার লাকি সংখ্যা তাহলে ১০। এভাবেই বের করে ফেলতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা।
নাম অনুযায়ীঃ
এই পদ্ধতি আপনি আপনার আসল নামের ইংরেজী বর্ণগুলো ব্যবহার করে খুব সহজেই বের করতে পারেন আপনার লাকি নাম্বার। উদাহরণ হিসেবে দেয়া হল একটিঃ
ধরুন আপনার নাম NIRJHOR
নামটির প্রতিটি বর্ণের আলাদা আলাদ আবার সংখ্যা আছে সেগুলো অনুযায়ী হবে
৫+৯+৯+১+৮+৬+৯= ৪৭
৪+৭= ১১
তাহলে নাম অনুযায়ী আপনার লাকি সংখ্যা হবে ১১।
তাহলে আর দেরী না করে এখনই জেনে নিন আপনার লাকি সংখ্যা কোনটি।
প্রতিক্ষন/এডি/এনজে