খুনি দলের সাথে কোন আপোষ নয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

mayaখুনি দলের সঙ্গে কোন আপোষ হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, বিএনপি খুনির দল। তাদের সসাথে কোন আপোষ বা  ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের প্রতিবাধে এক মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ হত্যা করা গণতান্ত্রিক দলের আদর্শ হতে পারে না। বিএনপি আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এতদিন হয়ে গেল তার পরও মানুষ হত্যার তাণ্ডব বন্ধ করেনি বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত জনগণের রক্তে রঞ্জিত। তিনি পাষাণ। দানবের মত বাংলার মানুষের সামনে আবির্ভাব হয়েছে ডাইনি খালেদা। তার বোমার কাছে বাংলার মানুষ আত্মসমর্পন করবে না।

তিনি আপরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে এবং যারা এর মদদ দিচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি বেগম জিয়াও রেহাই পাবে না। সবকটি হত্যার জন্য তার (খালেদা) বিরুদ্ধে মামলা করা হবে। তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে

মায়া বলেন, আপনি কী ভাবলেন, আপনার কাছে জনগণ জিম্মি হয়ে যাবে। আপনার এ নাশকতার কর্মকান্ড- জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে রুখে দেয়া হবে।

সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G