খুলনার নিউমার্কেটে ফরহাদ মজহারের অবস্থান

প্রকাশঃ জুলাই ৩, ২০১৭ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

ঢাকা থেকে ‘অপহরণ’ করা লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের অবস্থান খুলনার নিউমার্কেট এলাকার আশপাশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঐ এলাকার আশপাশ ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ ও র‌্যাবের একাধিক দল। সেই সঙ্গে তল্লাশি চলছে বিভিন্ন গাড়িতে।

খুলনা নগর ডি‌বির সহকারী কমিশনার এ এম কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘নগরীর সব প্র‌বেশপ‌থে বি‌ভিন্ন যানবাহনে তল্লাশি চালা‌নো হ‌চ্ছে। সবশেষ তার অবস্থান খুলনার নিউমা‌র্কেট এলাকার আশপা‌শে পাওয়া যা‌চ্ছে।’

এরপর র‌্যাব-৬ এবং ডিবি পুলিশ বিভিন্ন পয়েন্টে তল্লাশি শুরু করে। এর মধ্যে র‌্যাব-৬ একটি বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করেছে।

র‌্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার ব‌ফিকুল জানান, ফরহাদ মজহারকে উদ্ধারে গো‌য়েন্দা টিমসহ একা‌ধিক দল কাজ কর‌ছে।
ফরহাদ মজহারকে অপহরণ করে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। আর এই ট্র্যাক করতে গিয়েই খুলনায় তার অবস্থান শনাক্ত হয় বলে জানিয়েছে খুলনা পুলিশের একাধিক কর্মকর্তা।

খুলনা মহানগর পুলিশের একজন কর্মকর্তা  বলেন, বিকাল চারটার দিকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফরহাদ মজহারের মোবাইল ফোনের অবস্থান খুলনায় বলে তারা নির্দিষ্ট করতে পেরেছে।উল্লেখ্য

উল্লেখ্য, সোমবার ভোরে ঢাকার শ্যামলীর বাসা থেকে ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে জানান তার ঘনিষ্ঠদের একজন রোমেল হোসেন। তিনি বলেন, ‘ভোরের দিকে ফরহাদ ভাই ঘুম থেকে ওঠেন। বাসার নিচ থেকে তাকে কেউ একজন ডাক দেন এবং ডাক শুনে তিনি চার তলা থেকে নিচে নামেন। এরপর তাকে আর পাওয়া যায়নি। এরপর তিনি ফোনে দুই-তিনবার ফরিদা আপার সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে একবার তিনি বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে। এরপর তিনি আবার ফোনে কথা বলেন। তখন তিনি জানিয়েছেন তারা ৩৫ লাখ টাকা মুক্তিপণ চায়।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G