খুলনার সঙ্গে রেলযোগাযোগ শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

railপ্রায় ৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু হয়েছে।

সন্ধ্যা পাঁচটা ৩৫ মিনিটে রেলযোগাযোগ পুনঃস্থাপিত হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকাপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

যশোর জংশনের মাস্টার মানিকচন্দ্র সরকার রেল চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে মঙ্গলবার সকাল নয়টা ২০ মিনিটের দিকে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার ও রেল লাইন সংস্কারের কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার ও রেল লাইন সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা পাঁচটা ৩৫ মিনিটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোরের নওয়াপাড়া স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চিত্রা ও রাজশাহীগামী আন্তঃনগর রূপসা। যশোর জংশনে আটকা পড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সাগরদাঁড়ী।

বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটিকে রাজশাহী ফেরত পাঠানো হয়। এ ছাড়া সন্ধ্যা পর্যন্ত যশোর জংশনে আটকা পড়ে ছিল বেনাপোল-খুলনা রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেন।

প্রতিক্ষণ /এডি/ জামান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G