খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

যশোর-খুলনা রেল রুটের সিঙিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে যশোর সদরের সিঙিয়া রেলস্টশনের অদূরে এ ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বতীপুর থেকে মালবাহী একটি ট্রেন খুলনার দিকে যাওয়ার সময় যশোরের সিঙিয়া রেলক্রসিংয়ের ওপর

ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যূত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আর মহাসড়কের উপরে ট্রেন লাইনচ্যূত হওয়ায় যশোর-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের অতিরিক্ত ইঞ্জিন গিয়ে লাইনচ্যূত বগি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়ায় এক ঘণ্টা পর সাড়ে ৫ টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়। এখন লাইনচ্যূত বগিটি লাইন থেকে সরিয়ে নেয়ার তৎপরতা শুরু হয়েছে।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস নওয়াপাড়া স্টেশন আটকে রয়েছে। এছাড়াও ওই রুটের সব ট্রেনের সিডিউল বিলম্বত হতে পারে।

যশোরের সিঙিয়া রেলস্টশনের মাস্টার আবদুল ওহাব জানান, লাইনচ্যূত বগিটি লাইন থেকে সরিয়ে নেয়ার তৎপরতা শুরু হয়েছে।

প্রতিক্ষণ/এডি/কানন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G