খুলনায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
শুক্রবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার যুগ্মীপাশা তেলী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৬টি বোমা ও একটি অত্যাধুনিক সিক্স শুটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি সে তালিকাভুক্ত সন্ত্রাসী ও সাত মামলার আসামি।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ১টি সার্টার গানসহ পয়গ্রাম কসবা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে ফুলতলা থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী-অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার যুগ্মীপাশা তেলী পুকুরপাড় এলাকায় যায় পুলিশ। সেখানে আগে থেকে ওৎপেতে পেতে থাকা সোহেলের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্যে প্রায় ২৫ মিনিট ধরে গুলি বর্ষণের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সোহেল যশোরের অভয়নগর থানার রানাগাতি গ্রামের ওহাব আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় ৩টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাতুল