খুলনায় ৪ খাদ্য প্রতিষ্ঠানের জরিমানা
জেলা প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা জেলার ৪ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিমেট্রি রোড়, আহসান আহমেদ রোড, টুটপাড়া এলাকায় এক পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) সৈয়দ রবিউল আলম।
তিনি জানান, এই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায়, ক্ষতিকারক দ্রব্য মেশানো ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নবাবী কাচ্চি অ্যান্ড কাবাবকে ৪০ হাজার টাকা, কস্তুরী হোটেলকে ২০ হাজার টাকা, আমিনা সুইটসকে ১০ হাজার টাকা ও আলী স্টোরকে ৬ হাজার টাকা সর্বমোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করেন।
প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ