খুশ রহো বাঙালি!
প্রতিক্ষণ ডেস্ক
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পর থেকেই এর পক্ষে-বিপক্ষে সবাই দিচ্ছে নানা মতামত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে যেন এর প্রভাব সবচেয়ে বেশি। মাহতাব উদ্দীন জিমী নামে এক ফেসবুক ব্যহারকারী গ্যাসের দাম বৃদ্ধির ক্ষোভ জানিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে তার ফেসবুকে। তার দেয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হল প্রতিক্ষণের পাঠকদের জন্য।
চুলা প্রতি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ২০০ টাকা !!!
সিঙ্গেল চুলা প্রতি ৪০০ টাকা গ্যাসের দাম আগামী সেপ্টেম্বর থেকে দিতে হবে ৬০০ টাকা। আর ডবল চুলা প্রতি ৪৫০ টাকার পরিবর্তে দিতে হবে ৬৫০ টাকা!
পকেটে হাত দিয়ে নিশ্চই আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কোন কারন নেই। আগে ৪০০টাকা দিতে পারলে এখন ৬০০ টাকাও দিতে পারবেন!
মধ্যম আয়ের চাদর পরে খুশ রহো বাঙালি।
প্রতিক্ষন/এডি/এনজে