খোদাবকশ শাহের স্মরণোৎসব শুরু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে দেশ বরেণ্য বাউল সাধক, একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুদিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও বাউল গানের মধ্যদিয়ে স্মরণোৎসব শুরু হয়। খোদাবকশ শাহের একমাত্র পুত্র প্রখ্যাত বাউল আব্দুল লতিফ শাহ ও পুত্রবধু রেখা শাহ অতিথিদেরকে স্বাগত জানান।
কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা খান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুনসুরআলী ,আব্দুল খালেক ও আতিয়ার রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাউল সঙ্গীত পরিবেশন করেন,বাউল গঞ্জের শাহ, মিলন শাহ, বাবলু শাহ ,আক্কাচ আলী শাহ ও কুতুবুল আলম।
এদিকে দুদিনের এই উৎসবকে ঘিরে খোদাবকশ শাহের সমাধি চত্বরে দেশ বিদেশ থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে, বসেছে গ্রামীণ মেলা।আগামীকাল শুক্রবার রাতে দুদিনের এই উৎসব শেষ হবে।
প্রতিক্ষণ/এডি/ এল জেড