খোদাবকশ শাহের স্মরণোৎসব শুরু

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

f0ca9917চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে দেশ বরেণ্য বাউল সাধক, একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুদিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও বাউল গানের মধ্যদিয়ে স্মরণোৎসব শুরু হয়। খোদাবকশ শাহের একমাত্র পুত্র প্রখ্যাত বাউল আব্দুল লতিফ শাহ ও পুত্রবধু রেখা শাহ অতিথিদেরকে স্বাগত জানান।

কর্মসূচিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা খান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুনসুরআলী ,আব্দুল খালেক ও আতিয়ার রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাউল সঙ্গীত পরিবেশন করেন,বাউল গঞ্জের শাহ, মিলন শাহ, বাবলু শাহ ,আক্কাচ আলী শাহ ও কুতুবুল আলম।

এদিকে দুদিনের এই উৎসবকে ঘিরে খোদাবকশ শাহের সমাধি চত্বরে দেশ বিদেশ থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে, বসেছে গ্রামীণ মেলা।আগামীকাল শুক্রবার রাতে দুদিনের এই উৎসব শেষ হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G