খোলা জায়গায় মলত্যাগ ঠেকাতে পাহারা!

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

india_toilet_stick_ladies_bbc_nocreditভারতে বিপুল অর্থ ব্যয়ের পরও খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বদলানো যায়নি।স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বন্ধের জন্য ভারতে শত শত কোটি ডলার খরচ করা হলেও এ অর্থ কার্যত নর্দমায় গেছে বলে মন্তব্য করা হয় জাতিসংঘ রিপোর্টে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্যবিষয়ক পরিচালক মারিয়া নিরা বলেন, ‘ভারতের যে ছবিটা দেখে সবাই ধাক্কা খান তা হলো একটা লোক এক হাতে মোবাইল ফোন নিয়ে খোলা জায়গায় মলত্যাগ করছেন।

দেশটির ৬০ কোটির বেশি মানুষ উম্মুক্ত জায়গায় মলত্যাগ করে। বলা যায়, উন্মুক্ত স্থানে মলত্যাগ করার অভ্যাস বেশিরভাগ ভারতীয়ের অস্থিমজ্জায় ঢুকে গেছে। তবে আশার কথা হচ্ছে, সম্প্রতি ভারতের বিহার রাজ্যে প্রধান সড়কের ধারে উন্মুক্ত স্থানে মলত্যাগ ঠেকাতে গ্রামের একদল মহিলা লাঠি হাতে পাহারায় নেমেছেন।

রাজ্যের নালন্দা জেলার ওই গ্রামে ২৭৫ঘর বাসিন্দা থাকলেও অধিকাংশ বাড়িতেই কোনো টয়লেট নেই। গ্রামের প্রায় সব বাসিন্দাকে প্রাতঃকৃত্য সারতে উন্মুক্ত স্থান বেছে নিতে হয় এবং বেশিরভাগই রাস্তার ধারে মলত্যাগ করেন।
india_toilet_stick_ladies_bbcমাত্র ১০ ফুট এই রাস্তার দুই ধারে মানুষের মলত্যাগের কারণে সেখানে হাঁটাচলা দুষ্কর হয়ে ওঠায় এই অভ্যাস প্রতিরোধে অভিনব উপায় বেছে নিয়েছেন গ্রামের ১৬ জন মহিলার একটি দল।

এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নানাধরনের রোগ ছড়ানোর ঘটনা একটা বড় সমস্যা হয়ে ওঠায় বিরক্ত গ্রামের এক মহিলা গিরিজা দেবী গত বছর অক্টোবর মাসে একা পাহারায় নামেন। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে যোগ দেন আরো তিনজন মহিলা।
এখন ক্রমে ক্রমে তাদের লাঠি বাহিনীতে যোগ দিয়েছেন ১৬ জন মহিলা। যেহেতু খুব ভোরে প্রাতঃকৃত্য সারতে গ্রামবাসী বেরিয়ে পড়েন, তাই এই মহিলা বাহিনী লম্বা লাঠি ও টর্চ হাতে রাস্তায় নামেন অন্ধকার থাকতেই। রাস্তার ধারে কেউ মলত্যাগ করতে বসলে এই মহিলারা তাদের লাঠি হাতে তেড়ে যান। এখন দেখার বিষয় হচ্ছে পরিবেশের জন্য নিবেদিত প্রাণ এই নারীরা গ্রামবাসীর অভ্যাস কতটুকু বদলাতে পারেন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G