গণতন্ত্র পুন:রুদ্ধারই নতুন বছরের চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃরুদ্ধার করাই হবে নতুন বছরের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার, ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ থেকে এখন গণতন্ত্র উধাও হয়ে গেছে। একদলীয় শাসনে জনগণ অতিষ্ট। তারা মুক্তি চাইছে। আর নতুন বছরে এই বর্তমান ‘ফ্যাসিবাদী সরকার’কে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে শপথ নিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী,জালিম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে নতুন বছরে সাবইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী দিনের আন্দোলনে অতীতের মতেই অগ্রভূমিকার রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান , সহ সভাপতি এজমল হোসেন পাইলট, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীসহ ছাত্রদলের নেতাকর্মীরা ।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি