‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১০:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ পূর্বাহ্ণ

khaleda 01নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ এজন্য দেশবাসীকে আন্দোলনে শামিল হওয়ার আহবান জানিয়েছেন বেগম খালেদা জিয়া।

শুক্রবার গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সাক্ষাতের সময় আমিনুল হক খালেদা জিয়ার কাছে আন্দোলন কতদিন চলবে তা জানতে চান। এর জবাবে খালেদা জিয়া বলেন,  ‘আন্দোলনের শেষ পর্যন্ত দেখবেন তিনি।’ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সময় আমিনুল হক ছাড়া আরও ৯ জন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের কাছে ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্যে সাবেক এই ফুটবলার বলেন, এটা কোন ধরনের গণতন্ত্র। তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক এ সময় চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

প্রতিক্ষণ/এডি/বেলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G