গণভোট নিয়ে গ্রিসে পাল্টাপাল্টি সমাবেশ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
গণভোট নিয়ে গ্রিসে ‘নো’ ক্যাম্পেইন এবং ‘ইয়েস’ ক্যাম্পেইনের পাল্টাপাল্টি সমাবেশ করেছে সমর্থকরা।
বিবিসি জানিয়েছে,রবিবার রাজধানী এথেন্সে অনুষ্ঠিত সমাবেশে উভয়পক্ষের হাজার হাজার লোক উপস্থিত ছিলো। এথেন্স ছাড়াও দেশটির আরও ১০টি গুরুত্বপূর্ণ শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণভোট আহ্ববানকারী দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস তিসিপ্রাস সমাবেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি তার সমর্থকদের প্রতি ‘নো’ ক্যাম্পেইনকে জয়ী করার আহ্বান জানিয়েছেন।
তিসিপ্রাস বলেন, গণভোটে ‘নো’ ক্যাম্পেইন জয়ী হলে ঋণদাতাদের সঙ্গে দর কষাকষি করা যাবে এবং সহজ শর্তে ঋণ পাওয়া যাবে।
এদিকে,তিসিপ্রাসের বিরোধীদের বক্তব্য হল-‘নো’ ক্যাম্পেইন জয়ী হলে গ্রিস ইউরোজোন থেকে ছিটকে পড়বে। এমনকি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্রিসে থাকা না থাকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তিসিপ্রাস গ্রিসকে ইউরোজোন থেকে আলাদা করার পরিকল্পনা করছেন বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, গ্রিসের অর্থনৈতিক সংকট থেকে উত্তরনের জন্য আরও তিনশ’ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার কথা দাতা সংস্থাগুলোর। কিন্তু ঋণের শর্ত কঠিন হওয়ায় তা নিতে নারাজ দেশটির প্রধানমন্ত্রী তিসিপ্রাস। ঋণদাতাদের কঠিন শর্তে ঋণচুক্তি সই করবে কি না, তা নিশ্চিত করতে জনগণের মতামত নিতেই গণভোট আহ্বান করেন তিসিপ্রাস।
প্রতিক্ষণ/এডি/জুয়েল