হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Salahuddinযৌথবাহিনীর গণহত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসিচব সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এ সব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে।’

সোমবার বিএনপির প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল দরজা বন্ধ করে সরকার উগ্র পন্থাকেই উৎসাহিত করছে। যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতের নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালনায় দলীয়করণকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে।’

ঢাকাসহ সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘হত্যা’ করে ক্রসফায়ারের গল্প সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।  এসব ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন এ বিএনপি নেতা।

বিরোধী দলের কার্যালয় ও বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে, বিদ্যুৎ, গ্যাস, পানির সরবরাহ এবং টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট সংযোগ কর্তন করে জনগণের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা বুমেরাং হতে বাধ্য বলে দাবি করেন সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সরকারি পেটোয়া বাহিনীর শত সহস্র বুলেটের আঘাতে অজস্র আন্দোলনকারী রাজপথে প্রতিনিয়ত প্রাণ দিচ্ছেন অকাতরে। গ্রেপ্তার বরণ করছে আন্দোলনকারী অসংখ্য নেতাকর্মীসহ নিরীহ জনগণ। জাতি তাদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে।’

বিএনপির এই মুখপাত্র হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূরে নয়। নির্বিচারে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করার আদেশ দান করে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।’

বিবৃতিতে তিনি মিরপুরের নাসিম প্লাজায় অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটের নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

প্রতিক্ষণ /এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G