গত সপ্তাহের তুলনায় চালের দাম বৃদ্ধি

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rice-bd24hourরাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চাল এক থেকে দুই টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।কোনও কোনও বাজারে আবার তিন টাকা পর্যন্তও বেড়েছে এ পণ্যের দাম।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরাসহ বিভিন্ন বাজারে এসব পণ্যের বাড়তি দাম দেখা গেছে।

রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চাল ৪৬ টাকা, বিআর-আটাশ ৩৬ থেকে ৪০ টাকা, বিআর-ঊনত্রিশ ৩৫ থেকে ৩৮ টাকা, মোটা চাল (স্বর্ণা) ৩০ থেকে ৩২ টাকা, পাইজাম ৩৪ টাকা, কাটারিভোগ ৬৬ থেকে ৭০ টাকা, বাসমতি ৫৬ থেকে ৬২ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে মাছ ও রসুনের দামও বাড়তি দেখা গেছে।

রসুন (বিদেশি) ১৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হয়েছে। আর দেশি রসুনের দাম ১০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার রুই মাছ (মাঝারি) ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ২২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া কাতল (মাঝারি) ২৮০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

চালান কম থাকায় এসব পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানান রামপুরা বাজারের এক বিক্রেতা।

তবে রাজধানীর বাজারে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার ফুলকপি ও বাঁধাকপি ২০ টাকা পিস, সিম প্রতি কেজি ২৫ টাকা, শালগম ৩০ টাকা, ধনেপাতা ৪০ টাকা ও কাঁচামরিচ ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া লাল শাকের আঁটি ৫ টাকা, লাউ শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G