গমের বাম্পার ফলন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
নীলফামারীর ডোমার উপজেলায় গমের বাম্পার ফলন হয়েছে চলতি রবি মৌসুমে ।
উপজেলার সদর ইউনিয়নের এক কৃষক জানান, প্রতিবছরই গমের চাষ করেন তিনি। এ বছরে তিন একর জমিতে গমের চাষ করেছেন।
গত বছরের তুলনায় চলতি মৌসুমে গমের আবাদ ভাল হয়েছে বলে জানান তিনি ।বর্তমান বাজারে গমের মূল্য আশানুরূপ বলে কৃষকরা আবারো গম চাষে আগ্রহী হয়ে উঠছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ৭৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষমাত্রা দুই হাজার ৩২৫ মেট্রিকটন গম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জলিল জানান, এ উপজেলার মাটি গম চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি বিভাগ থেকে কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামূল হক জানান, আবহাওয়া অনুকূলে থাকলে গমের আশানুরূপ ফলন হবে। চলতি বছরে গমের উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করেন।
প্রতিক্ষণ/এডি/রবি