গরমেও পড়ুন আরামদায়ক জুতা
একটা সময় ছিল যখন সবার জুতা পড়ার অনুমতি ছিল না। আর পড়লেও নির্দিষ্ট কিছু সময়ে, নির্দিষ্ট কিছু গন্ডির মধ্যে এবং নির্দিষ্ট কিছু মানুষের মেধ্যে এই জুতা পড়ে চলাফেলার সুযোগ ছিল মাত্র। সেই যুগকে অনেক পেছনে ফেলে এসেছি আমরা।
এখন কে জুতা পড়ল আর কে পড়ল না তা নিয়েই কারো মাথাব্যাথা নেই। তবে কারও পায়ে একজোড়া সুন্দর জুতা দেখলে কেউ না তাকিয়ে কি আর পারে। সুন্দর জুতা বলে কথা। কেউ হয়তো আগ বাড়িয়ে জিজ্ঞেসই করে ফেললো; জুতার দাম কত? কোথা থেকে কেনা হয়েছে? কী নাম এর? ইত্যাদি ইত্যাদি।
সঠিক সময়ে উপযুক্ত জুতাটি নির্বাচিত করার মধ্যেও এক ধরণের বিজ্ঞতা আছে। যেমন ধরুন, এখন আচ্ছামতো গরম পড়ছে। সারা শরীর ঘেমে একাকার। এ সময় আপনার পোশাক থেকে শুরু করে জুতা পর্যন্ত কী ধরণের পড়বেন তার একটা আলাদা মানদন্ড আছে; যা সময়ই আপনাকে ঠিক করে দিচ্ছে।
এসপাড্রিলস গরমের জন্য আরামদায়ক এই জুতোটি যে কোনো পোশাকের সাথে বেশ ভালো মানিয়ে যায়। নরম পাটের সোলের এই জুতোগুলোর ওপরের অংশ তৈরি হয় ক্যানভাস দিয়ে। খুবই হালকা ধরণের এবং বাতাস চলাচলের জন্য উপযোগী এই জুতোগুলো গরমের জন্য খুবই আরামদায়ক।
বোট সু এই জুতোগুলিও যে কোনো পোশাকের সাথে মানিয়ে যায়। লেদার কিংবা ক্যানভাসের তৈরি এই জুতোগুলোর সোল রাবারের তৈরি হয়ে থাকে। গরমের সময় মোজা পড়া বেশ যন্ত্রণার হয়ে থাকে। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে পড়তে পারেন এই ধরণের জুতো। মোজা ছাড়াই এই জুতোগুলো আপনাকে দেবে স্টাইলিশ লুক এই গরমেও।
স্নিকার্স এমন একধরণের জুতো যা সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে খুব সহজে এবং গরমে এই ধরণের জুতো বেশ আরামদায়ক। গরম থেকে রেহাই পেতে নানা ধরণের নানা ডিজাইনের স্নিকার্স পড়তে পারেন পোশাকের সাথে মিলিয়ে।
মোক্কাসিন এই ধরণের জুতোও সকল ধরণের পোশাকের সাথে মানিয়ে আপনাকে দেবে স্টাইলিশ লুক এবং একই সাথে গরমে আরামদায়ক অনুভূতি। নরম চামড়ার তৈরি এই জুতোগুলো ফিতেসহ এবং ফিতে ছাড়া দুভাবেই পাওয়া যায়। মোজা ছাড়া পড়া যায় বলে এই ধরণের জুতো গরমের জন্য বেশ উপযোগী।
তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন