গরমে অতিষ্ট হরিণ লোকালয়ে
চট্টগ্রাম প্রতিনিধি
একসময় ভারতে ৪০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা শুনে গল্প মনে হতো। আর এখন ২০১৬ সালে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে ঠিক তেমনই। বসন্তকে আলাদা করার কোনো সুযোগ পাওয়া গেল না গ্রীষ্মের আধিপত্যের কারণে।
মানুষ এই প্রচণ্ড গরমের তাপে অস্থির হয়ে উঠেছে। অনেকে আবার হিথ স্ট্রোকের সমস্যায়ও পড়ছে। গরমে শুধু মানুষ অতিষ্ট হয়ে উঠেনি।পশু-পাখিরও বেহাল দশা। তাই মৃত্যভয় উপেক্ষা করে বাধ্য হয়ে লোকালয়ে চলে আসার মতো সাহসী কাজ করে বসছেন হরিণপাল। যদিও পরে বন কর্মকর্তারা এই হরিণদের বনে ফিরিয়ে দেয়।
বিশুদ্ধ পানি খেতে এসে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আটকা পড়া এমন চারটি হরিণ রোববার বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সাহিদুল আলম জানান, ‘রোববার বেলা ১১টায় হঠাৎ একটি হরিণ তাদের কুমিরাস্থ শিপব্রেকিং ইয়ার্ডে ঢুকে পড়ে। এ সময় ইয়ার্ডের শ্রমিকদের সহায়তায় হরিণটি আটক করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। পরে তারা এসে হরিণটি নিয়ে যায়’।
বন বিভাগের কুমিরা রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, ‘চারটি চিত্রা হরিণ রোববার তাদের কাছে স্থানীয় জনতা হস্তান্তর করেছে’।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন বলেন, ‘প্রচণ্ড দাবদাহে বিশুদ্ধ পানি পান করতেই বনের হরিণ লোকালয়ে চলে আসছে। এরপর জনতার হাতে আটক হয়’।
====