ভারতে গরমে মৃতের সংখ্যা ২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে চলমান প্রচন্ড গরমে মৃতের সংখ্যা বেড়ে ২০০০ ছাড়িয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় সবচেয়ে বেশি মারা গেছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা (৪৭ ডিগ্রি সেলসিয়াস) ছিল ঝাড়খণ্ডের পালামুতে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় নিহত হয়েছে ১৯৭৯ জন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৪৯০ জন এবং তেলেঙ্গানায় ৪৮৯ জন মারা গেছে।
ওড়িশার স্পেশাল রিলিফ কমিশন অফিস রাজ্যে ১০৮জন মারা যাওয়ার খবর পেয়েছে। তবে কমিশন অফিস তাপদাহে মাত্র ১৭ জনের মৃতের কথা বলেছে। বাকিদের ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া গুজরাটে সাতজন এবং দিল্লিতে দুইজনের মৃতের খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়েছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে তাপদাহ অব্যাহত রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর