গরুর মাংস খেয়ে তুমুল বিতর্কে নায়িকা কাজল

প্রথম প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক:

ভারতে প্রকাশ্যে গরু জবাই এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হলেও এবার ভারতীয় চিত্রনায়িকা কাজল গরুর মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন। অবশ্য পরে তিনি সেই ভিডিওটি সরিয়ে ফেলেন।

এরপরও বিতর্ক চলছে। যদিও এখনও তার ইন্সটাগ্রাম পেইজে গরুর মাংসের ছবি রয়ে গেছে। ইন্ডিয়া টুডের ভাষ্যমতে, পরবর্তীতে টুইটারে এক পোস্টে গরুর মাংস খাওয়ার কথা অস্বীকার করে কাজল বলেন, গরুর মাংস নয় বরং বৈধ উপায়ে পাওয়া মহিষের মাংস ছিলো এটি। যদিও খাবার পরিবেশনের সময় ভিডিওটিতে এটিকে গরুর মাংস বলেই উল্লেখ করা হয়েছে।

মূলত সরিয়ে ফেলা ঐ ভিডিওতে দেখা গেছে, রায়ান স্টিফেন নামের এক লোক কাজলের প্লেটে গরুর মাংস তুলে দিচ্ছেন। রোববার নিজের অফিশিয়িাল ফেইসবুক পেইজে ভিডিওটি আপলোড করেন চিত্রনায়িকা কাজল। পরবর্তীতে তুমুল বির্তকের মুখে ভিডিওটি সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি। এ বিষয়ে তার কাছে জানতে চায়লে তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি বেশ স্পর্শকাতর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে তাই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে’।

উল্লেখ্য, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ধর্মীয় কারণে ভারতের অধিকাংশ রাজ্যে গোহত্যা ও গরুর মাংস খাওয়া নিষিদ্ধ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G