গরু নিষিদ্ধ, বাঘ-সিংহেরা মুরগী খাচ্ছে

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

ইফতেখার রাজু, প্রতিক্ষণ ডট কম

1_71877ভারতে নরেন্দ্র মোদির বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু রাজ্যে গো হত্যা ও গরুর মাংস নিষিদ্ধ ঘোষণা করা হয়। মানুষ এর বিকল্প হিসেবে অন্য খাবার নিলেও এতে করে বিপাকে পড়েছে অবলা প্রাণীকূল। দেশটির একটি জাতীয় উদ্যানের বাঘ-সিংহেরাও এখন গরুর মাংসের বদলে মুরগী খাচ্ছে বলে খবরে প্রকাশ।

মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে গান্ধী ন্যাশনাল পার্কে বাঘ ও সিংহের প্রতিদিনের খাবার তালিকায় এখন থেকে আর গোমাংস থাকছে না। ফলে ওই বনের ১৪টি চিতাবাঘ এবং শকুনকেও খাবার হিসেবে মুরগীর মাংস দেয়া হচ্ছে ।

এর আগে ভারতের  মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এ দুটি রাজ্যে গরু জবাইয়ের উপর নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়। পরে জৈন ধর্মাবলম্বীদের এক সমাবেশে  স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের পক্ষ থেকে সারা ভারতেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধের ঘোষণা আসে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলছেন, গোহত্যা খুনের সমতুল্য এবং এর কঠিন শাস্তিও হওয়া উচিৎ। এদেশে গোহত্যা কোনভাবেই মেনে নেয়া যাবে না।Maharastra-beef-ban_therepo-620x330

প্রসংগত, শুরু থেকেই বিজেপি সরকারের একাধিক নেতা গোহত্যার বিরোধিতা করে আসছিলেন।

 এদিকে মুম্বাইয়ের মতো অভিজাত শহরের নামি রেস্তোরাঁগুলোতেও ‘বিফ স্টেক’ বা ভাজা গরুর মাংস পরিবেশন করা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সাধারণ মানের খাবার হোটেলেও  গরুর মাংস বিক্রি বন্ধ রয়েছে । এর প্রতিবাদে আবার মুম্বাইতে একটি পশু জবাইখানার কর্মীরা তিন সপ্তাহ ধরে ধর্মঘট করছেন।

 সূত্র:  নিউইয়র্ক টাইমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G