গরু পাচার বন্ধের নির্দেশ রাজনাথের

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Rajnath-Singhভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচার পুরোপুরি বন্ধের জন্য বিএসএফকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে বিএসএফকে তিনি গরু পাচার ৭০ শতাংশ কমে যাওয়ায় ধন্যবাদও জানান।

ভারতের নয়াদিল্লিতে বিএসএফের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে  এসব কথা বলেন  রাজনাথ সিং।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে গরু চোরাচালান বন্ধে আপনারা যে অবদান রেখেছেন তার জন্য পুরো ভারতে আপনাদের সম্মান বেড়ে গেল। গত এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সীমান্ত পথে গরু চোরাচালান ৭০ শতাংশ কমে গেছে। আমি আশা করি, এভাবে চলতে থাকলে বিএসএফ গরু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে পারবে।’

তিনি আরো বলেন, বাংলাদেশে গরু চোরাচালান কমিয়ে আনায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সেই অভিনন্দন তিনি বিএসএফ সদস্যদের কাছে পৌঁছে দেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G