বিনোদন ডেস্ক
বর্ষীয়ান নির্মাতাদের সিনেমায় অভিনয় করার তেমন একটা সুযোগ পাননি মাহি। তা সত্ত্বেও নিজের মেধার কারণে উঠে এসেছেন শীর্ষ স্থানে, পেয়েছেন প্রশংসা। এবার তাকে দেখা যাবে মাস্টারমেকার মালেক আফসারীর সিনেমায়। আর নির্মাতার নাম শুনেই গল্প না জেনে সম্মতি দিয়েছেন মাহি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। নাম ঠিক না হাওয়া সিনেমাটিতে মাহির নায়ক আসিফ। সিনেমার গল্প লিখেছেন রফিক-উজ-জামান। নতুন সিনেমা প্রসঙ্গে মালেক আফসারী বলেন, “গল্পে আসিফের সঙ্গে মাহিয়া মাহিকেই পর্দায় সবচেয়ে বেশি মানাবে বলে তাকে চূড়ান্ত করেছি। গতকাল রাতে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনমেন্ট’ এবং নায়ক, নায়িকা ও পরিচালকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন প্রযোজনা সংস্থা আসিফ ও মাহিকে দর্শকদের সামনে নিয়ে আসবে।” 98033_e3তিনি আরো জানান, নভেম্বরেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ দিকে মাহি বলেন, ‘চলচ্চিত্রটির গল্প আমার শোনার সুযোগ হয়ে উঠেনি। কিন্তু যেহেতু এর নির্মাতা মালেফ আফসারী স্যার, তাই তার নির্দেশনায় কাজ করার লোভ সামলাতে পারিনি। আমি তার নাম শুনেই চলচ্চিত্রটিতে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছি।’ মাহিয়া মাহি ব্যস্ত আছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। জানুয়ারিতে শুরু হবে দীপঙ্কর দীপনের নির্দেশনায় আরিফিন শুভর বিপরীতে ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের শুটিং। আসিফ ব্যস্ত রয়েছেন প্রথম চলচ্চিত্র এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’-এর শেষভাগের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন আইরিন।