গাঁজার দোকানেও হালখাতা

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, প্রতিক্ষন ডটকম

হালখাতানানা রকমের হালখাতার খবর মানুষ শুনে থাকলেও এবার ভিন্নধর্মী এক হালখাতার আয়োজন করেছে যশোরের মনিরামপুরের এক মাদক ব্যবসায়ী।

তিনি আয়োজন করেছেন তার গাঁজা দোকানের হালখাতা অনুষ্ঠান। আর সেখান থেকে পুলিশ আটক করেছে অন্তত ১০ জনকে।

শনিবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে চালান দেয়া হয়।

আটককৃতরা হলেন- জয়নগর গ্রামের মোজাহার আলী সরদারের ছেলে সেলিম, মাছনা গ্রামের মৃত নেছার উদ্দিন গাজীর ছেলে জসীম উদ্দিন, একই গ্রামের নাসিম, শহীদ হোসেন, ত্রিনাথ দাস, তরিকুল,অশোক দাস, আদম গাজী, আনিচুর রহমান আনু।

আটক সেলিম, শহীদ ও রহমান জানান, কুমারপাড়ার বড় বাগানে মাদকবিক্রেতা আনিছুর রহমান তার গাঁজা ব্যবসার হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে আনিছুরের নিয়মিত ক্রেতারা যোগ দেন।

তাদের মিস্টি ও গাঁজা দিয়ে আপ্যায়ন করা হয়। ওই হালখাতা অনুষ্ঠানে অভিযান চালিয়ে মাদকসেবনের সময় ১০ জনকে আটক করে পুলিশ। তবে মাদকবিক্রেতা আনিছুর রহমানকে এ সময় আটক করতে পারেনি পুলিশ। মনিরামপুর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, গাঁজা সেবন করা অবস্থায় পুলিশ ওই বাগানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

 

প্রতিক্ষন/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G