গাইবান্ধায় হিন্দু মহাজোটের মানববন্ধন
তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)
হিন্দু ধর্ম, পরিবার, সমাজ ও জাতি রক্ষার্থে বিবাহ বিচ্ছেদ আইন সংযোজনের অপচেষ্টাসহ সিলেটের ধর্মীয় আলোচনা সভায় হামলা, ভাংচুর, চুরি, ভিটাছাড়া এবং বিভিন্ন স্থানে হত্যাকান্ডের দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারসহ এসব মামলা দ্রুত বিচার আইনে নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে হিন্দু মহাজোট।
শুক্রবার গাইবান্ধা ১নং ট্রাফিকমোড় সংলগ্ন আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক শ্যামল কুমার দাস, পবন কুমার দাসবিপুল চন্দ্র বর্মণ, স্বপন কুমার রায়, বিনয় চন্দ্র বর্মণ, দীপক কুমার দাস, ডাঃ কানুরাম সরকার, মিলন কুমার চক্রবর্তী ও পলাশবাড়ী গৌরিয় মঠের মঠ অধ্যক্ষ শ্রী মদ্ভক্তি বিজয় স্বামী মহারাজ প্রমুখ।
মানবন্ধনে দেবীগঞ্জের গৌরিয় মঠ প্রধানকে গলাকেটে হত্যা, গাইবান্ধা শহরের শনি মন্দিরের র্স্বণালংকার চুরি, গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুন দত্ত, সাদুল্যাপুরের ধাপেরহাটে বিনয় চন্দ্র সাহা ও কুড়িগ্রামে সুচিত্রা রাণীকে হত্যা ও ফুলছড়িতে সাংবাদিক ভবতোষ রায় মনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এবং তাকে ভিটেছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সেই সাথে আগামী ২৮ ফেব্রুয়ারি রংপুর প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে। কর্মসূচিতে সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য শ্রীদ্ভক্তি বিজয় স্বামী মহারাজ আহ্বান জানান।
প্রতিক্ষণ/এডি/এফটি