গাজীপুরে বাসে আগুন, হেলপার নিহত

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

bus fire 2 জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দিয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমিয়ে থাকা হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।

নিহত তোফাজ্জল হোসেন (১৭) সিলেটের নাপরায়নতলা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ নিহত তোফাজ্জলের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে  কালিয়াকৈরের লতিফপুর এলাকায় আদ্রা নামের (ঢাকা মেট্রো জ-১১-০৩৫২) একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় হরতাল সমর্থকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাস পাহারায় থাকা ঘুমন্ত হেলপার তোফাজ্জল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেছে, তারা ভোররাতে কোন পিকেটিং বা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়নি।

খবর পেয়ে স্থানীয়রা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে ওই বাসটির ভিতরের অংশ পুড়ে গেছে।

প্রতিক্ষন/এডি/জমির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G