গাজীপুরে বাসে পেট্রোলবোমা, দগ্ধ ২
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
গাজীপুরের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন দুই বাসযাত্রী। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ওই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকার বাসিন্দা বাবুল হোসেন (১৮) ও মহানগরের কলমেশ্বর এলাকার লুৎফর রহমানের স্ত্রী সাহিদা ইয়াসমিন (৩৫)।
হাসপাতাল ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইনবোর্ড এলাকায় বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসযাত্রী বাবুল ও সাহিদা ইয়াসমিন অগ্নিদগ্ধ হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাবুল মিয়াকে টঙ্গীর ৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
টঙ্গী সরকরি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূসরাত জাহান জানান, পেট্রোলবোমায় বাবুল হোসেনের মাথা, মুখ এবং পিঠ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম জানান, তিনি এ রকম সংবাদ শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
প্রতিক্ষণ /এডি/এনাম