গাজীপুরে ২ গাড়িতে আগুন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টা হরতালের শুরুতেই ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ও রাতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
রোববার ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার আশকোনা মোড় এলাকায় এবং আগের রাতে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িতে দুটিতে আগুন দেওয়া হয়।
আগুনে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে এবং কাভার্ড ভ্যান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ বলেন, ভোরের দিকে আশকোনা মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পেট্রোল ঢেলে আগুন দেয় হরতাল সমর্থকরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘প্যারাডাইস ক্যাবল কারখানার’ সামনে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
প্রতিক্ষণ /এডি/কাকন