গাজীপুরে ২ যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশঃ জুন ১৫, ২০১৬ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

full_1545404212_1430805153

বন্ধুকে হত্যার দায়ে গাজীপুরে দুই যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শহীদুল হক এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই যুবক হলেন—গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. পারভেজ ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে অমিত হাসান।

মামলার বিবরণ থেকে জানা যায়, কালিয়াকৈরের ছোট লতিফপুর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মাসুদ রানাকে বাড়িতে একা রেখে তার মা কালীগঞ্জ মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ কারণে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে মাসুদ রানার সঙ্গে তার দুই বন্ধু পারভেজ ও অমিত ঘুমাতে যায়। রাতের কোনো একসময় তারা কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে মাসুদ রানাকে গুরুতর আহত করে।

ওই সময় মাসুদ রানার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘাতকদের আটক করে পুলিশে খবর দেয়। পরে গুরুতর আহত মাসুদকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মাসুদের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানি ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বুধবার আসামিদের উপস্থিতিতে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সরকার ও বাদীপক্ষ উভয়ই সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G