গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিলের দাবি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল এবং তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে।
সংগঠনের মহাসচিব আল্লাম জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
তারা বিবৃতিতে উল্লেখ করেন,গত ৩ জুলাই আব্দুল গাফফার চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের এক অনুষ্ঠানে আল্লাহর গুণবাচক ৯৯ নাম ও কয়েকজন সম্মানিত সাহাবীকে নিয়ে যে তামাশা ও জঘন্য উক্তি করেছেন তার ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছেন। তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করা ছাড়া তিনি মুসলমান পরিচয় বহন করতে পারেন না। আমরা সরকারের কাছে বলতে চাই তার নাগরিকত্ব বাতিল করা হোক এবং তাকে যেনো কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয়।
নেতারা বলেন, জন দাবি উপক্ষো করে আব্দুল গাফফার চৌধুরীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলে ব্যাপক গণপ্রতিরোধ শুরু হবে।
বিবৃতিতে আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল গাফফার চৌধুরীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল