গাবতলীতে মহিলা দল নেত্রী রনির মাতার ইন্তেকাল
আল আমিন মন্ডল- বগুড়া প্রতিনিধি
কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ও বগুড়ার জেলা মহিলাদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির মাতা মনোয়ারা বেগম স্টোক করে অসুস্থ অবস্থায় নিজবাড়ীতে শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনী সাইরপাড়া গ্রামের ব্যবসায়ী নফিজুর রহমানের ফটুর স্ত্রী ছিলেন।
এছাড়াও তিনি দৈনিক করতোয়ার গাবতলী উপজেলা প্রতিনিধি এনামুল হকের শ্বাশুড়ী। তার বয়স হয়েছিল (৬৩) বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৩মেয়ে ও ১ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনোয়ারা বেগম গতবুধবার রাঁতে স্টোক করেন। অসুস্থ অবস্থায় নিজ বাড়ী থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার প্রস্ততির সময় ১০টায় ইন্তেকাল করেছেন। শনিবার বাদমাগরিব মরহুমার যানাজা নামাজ শেষে বাইগুনী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।