গাবতলীতে রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০১৯ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
শনিবার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

দূর্গাহাটা বাজার-বটিয়াভাঙ্গা রাস্তায় হারেজ মিস্ত্রীর বাড়ী হতে বাহার মাষ্টারের বাড়ী পর্যন্ত ৪’শ ৫০মিঃ রাস্তা এবং ইছামতি-গজারিয়া নদীর উপর ৫১মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, উপজেলা প্রকৌশলী রিপন কুমার শাহা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ঠিকাদার প্রতিনিধি বাবলু মিয়া বাবু, যুবলীগ নেতা মনির ইসলাম পিপুল, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল, ইউপি সদস্য মাজেদুর রহমান মাজলু, সাবিস্থান নাহার, নিলু, আ’লীগ নেতা রেজাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাজটি সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় সোয়া ৩কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান শুকরা এন্টারপ্রাইজ আগামী ৬মাসের মধ্যে কাজটি সম্পন্ন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মেচন শেষে মোনাজাত করা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G