গার্ডিয়ানের প্রথম নারী সম্পাদক ক্যাথরিন ভাইনার
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সম্পাদক হিসেবে প্রথমবারের মত একজন নারীকে নিয়োগ দিয়েছে কতৃপক্ষ। শুক্রবার সাংবাদিক ক্যাথরিন ভাইনারকে সম্পাদক হিসেবে নিয়োগ দেয় সংবাদপত্রটি।
আসন্ন গ্রীষ্মে অ্যালান রুজব্রিজারের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করবেন ৪৪ বছর বয়সী ক্যাথরিন। বর্তমানে গার্ডিয়ানের যুক্তরাষ্ট্র শাখার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন ক্যাথরিন। গার্ডিয়ানের স্বত্তাধিকারী স্কট ট্রাস্ট শুক্রবার এ নিয়োগ দেন।
জনসম্পদ নিয়োগের আগে এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ক্যাথরিন নির্বাচিত হওয়ার পর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। চূড়ান্ত তালিকায় ক্যাথরিনের প্রতিদ্বন্ধী ছিলেন পত্রিকাটির সাবেক উপ সম্পাদক এবং বর্তমানে বিবিসির নিউজ নাইট প্রোগ্রামের সম্পাদক আয়ান কাটজ।
গত ২০ বছর ধরে গার্ডিয়ানের সম্পাদনার দায়িত্ব পালন করছেন রুজব্রিজার। তার সময়ে সংবাদপত্রটিকে প্রিন্ট থেকে ডিজিটালে রূপান্তরকরণ, যুক্তরাষ্ট্রে শাখা বিস্তার করা হয়। একইসময়ে সংবাদ প্রতিষ্ঠানটি পুলিৎজার পুরস্কারও লাভ করে।
প্রতিক্ষণ/এডি/রবি