গাড়ির জ্বালানি বাতাস !

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

hybrid-car_6816জ্বালানি খরচের ভয়ে গাড়ি কিনতে চাচ্ছেন না। তাহলে আর ভয় নেই, এখন জ্বালানির পরিবর্তে বিশুদ্ধ বাতাসেই চলবে আপনার গাড়ি।

কথা গুলো স্বপ্ন মনে হলেও মোটেই তা নয়। এমন ভাবনা আর কেবল কল্পনাতেই সীমাবদ্ধ নেই। বাস্তবেও রূপ পেয়েছে। বিজ্ঞানীরা এমন এক ধরনের গাড়ি তৈরি করেছেন যা শুধুমাত্র বাতাসে চলে। অর্থাৎ গাড়িতে জ্বালানির পরিবর্তে ব্যবহৃত হয় বিশুদ্ধ বাতাস।

হয়তো খুব কম সময়ের মধ্যে এই গাড়িটি আসবে আপনার হাতে। গাড়ির নির্মাতারা যার নাম দিয়েছে টয়োটা মিরাই। বাতাস চালিত এই গাড়িটি তৈরি করেছে জাপানের বিখ্যাত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা। জাপানি শব্দ মিরাই এর অর্থ ভবিষ্যত।

গাড়িটি বাতাস থেকে হাইড্রোজেনের অণু আলাদা করে শক্তি হিসেবে ব্যবহার করে। গাড়িটির এক্সহস্ট পাইপ দিয়ে ধোঁয়ার পরিবর্তে শুধু মাত্র পানি বের হয়। ফলে এটি পরিবেশ দূষণ করে না। গাড়িটির জ্বালানি ট্যাংকে বাতাস সংরক্ষণ করা হয়। এরপর বাতাস থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করা হয়। হাইড্রোজেনের অণু ফুয়েল সেল তৈরি করে। এই ফুয়েল সেল থেকেই গাড়িটি চলার জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। আর এভাবে বাতাসই হবে গাড়িটির জ্বালানি।

বাতাস চালিত গাড়িটি ঘণ্টায় ১১১ মাইল গতিতে চলতে সক্ষম। মাত্র ৯.৬ সেকেন্ডে গাড়িটি ০-৬২ মাইল গতি তুলতে পারে। গাড়িটিতে প্রতি ৩০০ মাইল পথ পাড়ি দিতে মাত্র একবার বাতাসপূর্ণ করলেই যথেষ্ট। চলতি বছরের শেষের দিকেই বাজারে দেখা যাবে গাড়িটি।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G