গায়েবানা জানাজা থেকে ফেরার পথে প্যানেল মেয়র গ্রেফতার

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

রাজশাহীরাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বাদ জোহর নগরীর সোনাদিঘী জামে মসজিদে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে নগরীর বাটার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বোয়ালিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বেলা ১১টার দিকে বিএনপিপন্থী শিক্ষকদের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আরেকটি গায়েবানা জানাজা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিভিন্ন এলাকায় সহিংসতায় মদদ দেয়ার অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তিনি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার আসামি।

এদিকে, রাজশাহী মোহনপুর উপজেলায় আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় বিএনপি নেতাকর্মীরা জানাজা না করেই কলেজ মাঠ ত্যাগ করেন।

পরে উপজেলা চত্বরে অবস্থিত মসজিদে গায়েবানা জানাজা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, কলেজ মাঠে গায়েবানা জানাজায় আসা বিএনপি নেতাকর্মীরা সহিংস ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের সেখানে দাঁড়াতে দেয়া হয়নি। পরে উপজেলা পরিষদ মসজিদে গায়েবানা জানাজায় অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/বাবু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G